যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’ ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ছবিটির শুটিংয়ের জন্য বর্তমানে তুরস্কে রয়েছেন এই তারকা জুটি।
চমকপ্রদ তথ্য হলো- ‘টাইগার থ্রি’র শুটিং থেকে বিরতি নিয়ে তুরস্কের শিল্প-সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী মেহমেত নুরি এসরয়-এর সঙ্গে সাক্ষাৎ সারলেন সালমান খান এবং ক্যাটরিনা কইফ।
সোশ্যাল মিডিয়ায় সালমান খান ও ক্যাটরিনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারের বেশ কিছু মুহূর্তের ছবিও শেয়ার করেছেন মেহমেত।
মেহমেতের শেয়ার করা ছবিগুলোতে কখনও তার সঙ্গে 'ফিস্ট বাম্প' করছেন সালমান, কখনও বা তার দফতরের বাকি কয়েকজন উঁচু পদের কর্মকর্তাদের সঙ্গে ক্যামেরার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন সালমান এবং ক্যাট।
ছবিতে দেখা যাচ্ছে, কালো রঙের ব্লেজার পরে বেশ ফর্মাল লুকেই হাজির হয়েছেন সালমান। অন্যদিকে, বেইজ রঙের টপ এবং কালো ডেনিম পরে ক্যাজুয়াল অবতারে ধরা দিয়েছেন ক্যাটরিনা।