একসঙ্গে জুটিবদ্ধ হয়ে ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘রঙ্গিলা’ ছবিতে অভিনয় করেছিলেন আমির খান ও উর্মিলা মাতন্ডকর। আর সেই ছবির ডাবিং শেষে বলিউডের এই অভিনেত্রী আমিরের অন্ধ ভক্ত বনে গিয়েছিলেন। এমনকি মিস্টার পারফেকশনিস্টের কাছে একটি চিঠিও পাঠিয়েছিলেন তিনি।
সম্প্রতি ভারতীয় চ্যানেল কালার্সে প্রচারিত নাচের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান ‘ড্যান্স দিওয়ানে’তে উপস্থিত হয়েছিলেন উর্মিলা মাতন্ডকর। সেখানেই এই অজানা তথ্য ফাঁস করেছেন বলিউডের এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে উর্মিলা বলেন, “খুব অল্প মানুষ জানেন, যখন আমি ‘রঙ্গিলা’র জন্য ডাবিং করছিলাম, আমি আমিরের অভিনয় দেখে মুগ্ধ হয়ে যাই। আমি তাকে একটা চিঠিও লিখেছিলাম। তাতে লেখা ছিলো, ‘এই পারফরম্যান্সের পরে তুমি অনেক চিঠি এবং পুরস্কারও পাবে। কিন্তু এটাই প্রথম ফ্যান চিঠি তোমার কাছে।”
চমকপ্রদ তথ্য হলো- ‘রঙ্গিলা’তে আমির অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন সমালোচক এবং ভক্তদের কাছে। এমনকি তিনি সে বছর ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেতা বিভাগেও মনোনীত হয়েছিলেন। কিন্তু ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ অভিনয়ের জন্য শাহরুখ খানের কাছে চলে যায় পুরস্কারটি।