প্রেমিককে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন জারিন

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 01:37:57

‌‌‌‌‘বীর’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন জারিন খান। তবে ছবিটি বক্স অফিসে সফলতার মুখ না দেখলেও, সালমান-জারিনের প্রেম নিয়ে বেশ চর্চা হয়েছিলো সেসময়। তবে সেসব কিছুকে মিথ্যা প্রমাণ করে দেন তারা।


বর্তমানে বিগ বস ১২-এর প্রতিযোগী শীবাশীষ মিশ্রার সঙ্গে সম্পর্কে রয়েছেন জারিন খান। সম্প্রতি বয়ফ্রেন্ডকে নিয়ে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। সেখানেই একান্তে সময় কাটাচ্ছেন দু'জনে। মূলত প্রেমিকের জন্মদিন উদযাপন করতেই গোয়া গিয়েছেন জারিন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, গোয়ার তাজ ফোর্ট আগুয়াডা রিসর্ট এবং স্পা-তে রয়েছেন জারিন এবং শীবাশীষ।


এদিকে, খাবার থেকে পার্টির বিভিন্ন মুহূর্তের একের পর এক ছবি শেয়ার করে চলেছেন তারা সামাজিক মাধ্যমে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ইনস্টাগ্রাম স্টোরিতে হোটেল রুমের ভিডিও শেয়ার করেছেন শীবাশীষ।

চলতি সপ্তাহের শুরুতে বয়ফ্রেন্ড শীবাশীষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করে জারিন ক্যাপশনে লিখেছিলেন, ‘একটু বাঁকা তবুও আমার। শুভ জন্মদিন আমার শিব'।

এ সম্পর্কিত আরও খবর