সম্প্রতি দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পায় মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। এতে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান শরিফুল রাজ, খায়রুল বাসার, জুনায়েদ, ইয়াশ রোহান ও নাজিফা তুষিরা।
তবে খারাপ খবর হলো- আলোচিত এই ওয়েব ফিল্মের চার অভিনেতা ভয়ানক এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। তারা হলেন- নাজিফা তুষি, শরিফুল রাজ, খায়রুল বাসার ও জুনায়েদ।
বর্তমানে তারা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে অভিনেত্রী তুষির বাম পাঁজরের হার ভেঙে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। শরিফুল রাজ ও খায়রুল বাসারের অবস্থা আশঙ্কা মুক্ত থাকলেও জুনায়েদ এখনও রয়েছেন নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
জানা গেছে, ঢাকা মেট্রো গ, ১৩-৩০০০ নাম্বারের একটি প্রাইভেটকারে ছিলেন রাজ, বাসার, তুষি ও জুনায়েদ। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। যার ফলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেকফেইলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশ এগিয়ে আসে এবং গাড়িটি জব্দ করে। সেই সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।