আফগান মডেল ও অভিনেত্রী মালিশা হিনা খান। বুধবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার করে জানালেন একটি দুঃসংবাদ।
টুইটে মালিশা জানান, তালেবানের হাত থেকে নিজের পরিবারকে বাঁচাতে পারলেন না তিনি। তিনি লিখেছেন, “আমার কাকা, দুই ভাইকে মেরে ফেলেছে তালেবান। তালেবানের গুলি বর্ষণ ও আগুনের গোলায় জ্বলে উঠেছিলা তাদের গাড়ি। জীবন্ত অবস্থায় পুড়ে মারা গিয়েছে তারা। আমার ভাগ্য ভাল যে আমি ভারতে আছি।’
যোগ করে মালিশা আরও লিখেছেন, “আমার পরিবারের আরও কয়েকজন সদস্য তালেবানদের ভয়ে লুকিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে পরিবারের লোকজনের মৃত্যুর শোকও করতে পারছে না।”
এই শোক সংবাদের পাশাপাশি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন মালশা হিনা খান।
Sad news coming in from Afghanistan. My family lost 4 members including my uncle, who worked for the Afghan Govt in the Ministry of Transportation, and two cousins. #Afganistan #Kabul #Taliban
— Malisha Heena Khan (@OfficialMalisha) August 23, 2021
২০১৮ সালে পাক গায়িকা রাবি পীরজাদার নগ্ন ভিডিও ভাইরাল হওয়ায় তুমুল বিতর্ক ছড়িয়েছিলো পাকিস্তানে। এই গায়িকাকে সমর্থন জানিয়েছিলেন অভিনেত্রী মালিশা। তারপর থেকে মালিশাকে নিয়েও শুরু হয়েছিল বিতর্ক। সেই সময় থেকে বার বার খবরের শিরোনাম উঠে আসেন এই অভিনেত্রী।