শিগগিরই দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন নেহা ধুপিয়া। গত জুলাই মাসে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বলিউডের এই অভিনেত্রী।
এদিকে এক সাক্ষাৎকারে নেহার স্বামী অভিনেতা আঙ্গাদ বেদী জানিয়েছিলেন, তারা দ্বিতীয় সন্তান নেওয়ার কথা ভাবছিলেন। কিন্তু সেটা যে এত জলদি হয়ে যাবে ভাবেননি। কেননা এই মুহূর্তে নেহার হাতে রয়েছে বেশ কিছু কাজ। আর মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে সেগুলো চট জলদি শেষ করে নিতে চান তিনি। ইতিমধ্যে বেশকিছু শুটেও দেখা গিয়েছে তাকে।
সম্প্রতি ‘অ্যা থার্সডে’ নামের একটি ছবির কাজেও অংশ নিয়েছেন নেহা ধুপিয়া।
বেহজাদ কামবাটা পরিচালিত ছবিটিতে ক্যাথেরিন আলভারেজ নামে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে নেহা ধুপিয়াকে।
চমকপ্রদ তথ্য হলো- নেহা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। আর এই অবস্থাতেই ক্যাথেরিন চরিত্রে অভিনয় করছেন তিনি।
Bridging the gap between real and reel lifethank you @behzu @rsvpmovies @ronnie.screwvala @pashanjal @bluemonkey_film @hasanainhooda for giving me all the support and believing in us?this ones for all the mamas in the making …we make us stronger #ACPCatherineAlvarez #Athursday pic.twitter.com/AC47ArZ2GD
— Neha Dhupia (@NehaDhupia) August 24, 2021
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছবির সেটে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন নেহা ধুপিয়া। যেখানে এই অবস্থাতেও কাজ করার সুযোগ দেওয়ার জন্য পরিচালক-প্রযোজক ও টিম মেম্বারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।