মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেতা-পরিচালক মহেশ মাঞ্জরেকর।
ভারতীয় এক সাংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, মাস খানেক আগেই নাকি এই রোগের কথা জানতে পেরেছেন মহেশ মাঞ্জরেকর। এরপর দেরি না করে চিকিৎসা শুরু করে দেন তিনি।
প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই একটি অস্ত্রোপচার করিয়েছেন বলিউডের বর্ষীয়ান এই অভিনেতা। মুম্বাইয়ের চারনি রোডে অবস্থিত এক বেসরকারি হাসপাতালে দিন দশেক আগে তার অস্ত্রোপচার হয়েছে।
১৯৯২ সালে মরাঠি ছবি ‘জীবন সখা’ দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন মহেশ মাঞ্জরেকর। প্ল্যান, জিন্দা, মুসাফির, দশ কাহানিয়াসহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।
শুধু অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন তিনি। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলো হলো- নিদান, বাস্তব, বিরুদ্ধ, আই।
মুক্তির অপেক্ষায় রয়েছে পরিচালক মহেশ মাঞ্জরেকরের আগামী ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। ইতিমধ্যে ছবি শ্যুটিং শেষ। অক্টোবরে ছবিটি মুক্তির কথা ছিলো। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে অনির্দিষ্ট কালের জন্য তা পিছিয়ে গিয়েছে।