হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বচ্চন। রোববার (২২ আগস্ট) মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের এই অভিনেতাকে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, একটি ছবির শুটিং করতে গিয়ে কয়েকদিন আগে হাতে গুরুতর চোট পেয়েছেন অভিষেক বচ্চন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ব্যান্ডেজ পরা অবস্থায় অভিষেকের একটি ছবি ভাইরাল হয়েছিলো। এমনকী স্লিং পরা অবস্থাতেও দেখা গিয়েছিলো বলিউডের জুনিয়র বচ্চনকে।
এদিকে, অসুস্থ ছেলেকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও তার মেয়ে শ্বেতা বচ্চন। তবে এখনও বচ্চন পরিবারের তরফ থেকে অভিষেকের শারীরিক অবস্থা নিয়ে কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি।
তামিল ছবি ‘ওত্থা সেরুপ্পু সাইজ ৭’র হিন্দি রিমেক বানাচ্ছেন অভিষেক। এতে শুধু অভিনেতা নয়, প্রযোজকের ভূমিকাতেও দেখা যাবে জুনিয়র বচ্চনকে।