মন দেওয়া-নেওয়া চলছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। বেশ কয়েকবার হাতে হাত রেখেও ঘুরে বেড়াতে দেখা গেছে এই তারকা জুটিকে। কিন্তু প্রেমের বিষয়টি নিয়ে কখনও কোনো মন্তব্য করেননি ভিকি-ক্যাটরিনা।
এমনকি বলিউড অভিনেতা হর্ষবর্ধন কাপুর জানিয়েছিলেন চুটিয়ে প্রেম করছেন ভিকি-ক্যাটরিনা!
এদিকে, ভিকি-ক্যাটরিনা যেখানে এখনও পর্যন্ত তাদের প্রেমের আনুষ্ঠানিক ঘোষণাই দেননি, তার মাঝেই শোনা যাচ্ছে এই তারকা জুটি নাকি তাদের বাগদানের কাজটি সম্পন্ন করে ফেলেছেন।
তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা দাবি করে সম্প্রতি ক্যাটরিনা কাইফের টিমের তরফে বলা হয়েছে, এমন কিছুই ঘটেনি।
এবার এই ব্যাপার নিয়ে মুখ খুললেন ভিকি কৌশলে বাবা বলিউডের প্রখ্যাত অ্যাকশন পরিচালক শ্যাম কৌশল।
শ্যাক কৌশল বলেন, ভিকি-ক্যাটরিনার আংটি বদলের সম্পূর্ণ খবরটাই ভুয়া। কোনওরকম বন্ধনে আবদ্ধ হননি এই দুই তারকা।
নিজের বক্তব্য শেষে শ্যাম অনুরোধ করে বলেন, এই ধরনের সমস্ত ভুয়া খবর ছড়ানো এবার বন্ধ হোক।