বলিউড ইন্ডাস্ট্রির তারকাদের প্রায় সময়ই পোশাক অথবা তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিস নিলামে তুলতে দেখা যায়। যার থেকে মোটা অঙ্কের টাকাও পান তারা। যা পরবর্তীতে তারা সামাজিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করে থাকেন।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের দুটি পোশাক নিলামে তুলেছেন দীপিকা পাড়ুকোন। এরপরই বলিউডের এই অভিনেত্রীকে নিয়ে বয়ে যাচ্ছে নিন্দার ঝড়।
২০১৩ সালের ৩ জুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন বলিউড অভিনেত্রী জিয়া খান। জিয়ার শেষকৃত্যে সাদা কুর্তি পরে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। আর সেই কুর্তি নিলামে তুলে বিতর্কের জন্ম দিলেন তিনি।
শুধু জিয়া খান নয়, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাবার শেষকৃত্যে যে পোশাক পরে গিয়েছিলেন সেই পোশাকও নিলামে দিয়ে তুলেছেন দীপিকা।
যদিও কুর্তি দুটি এরইমধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে। আর এই পোশাক দুটির বিক্রিত অর্থ নিজের দাতব্য সংস্থা লিভ লাভ লাফ দিয়ে দেবেন দীপিকা।