পর্নোগ্রাফি তৈরির দায়ে গ্রেফতার করা হয়েছে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে। যার ফলে বেশ সমালোচিত হতে হয়েছিলো শিল্পাকে। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের জেরার মুখেও পড়তে হয়েছিলো তাকে। এমনকি স্বামীর এমন কাণ্ডের জন্য কাজ পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন বলিউডের এই অভিনেত্রী।
রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার আগে সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রচারিত ‘সুপার ড্যান্সার’র বিচারকের দায়িত্ব পালন করছিলেন শিল্পা শেঠি। কিন্তু তার স্বামী এমন কাণ্ড করে বসায় বিতর্ক এড়াতে শিল্পাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো চ্যানেল কর্তৃপক্ষ। ফলে গত দুই সপ্তাহ ‘সুপার ড্যান্সার’র বিচারকের আসনে পাওয়া যায়নি শিল্পাকে।
তবে চমকপ্রদ তথ্য হলো- ফের ‘সুপার ড্যান্সার’র বিচারকের আসনে দেখা যাবে শিল্পাকে। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার (১৭ আগস্ট) ‘সুপার ড্যান্সার’র আসন্ন পর্বের শুটিং সম্পন্ন করেছেন শিল্পা শেঠি।
বিষয়টি নিশ্চিত করে অনুষ্ঠানটির প্রযোজক রঞ্জীত ঠাকুর বলেন, ‘তিনি আমাদের অনুষ্ঠানের বিচারক ছিলেন এবং থাকবেন।’