এখনও পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়িয়েছেন অভিনেতা আর মাধবন। তবে সম্প্রতি দুবাই যাওয়ার সময় তিনি এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন।
বুধবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে সেই ভিন্ন অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন বলিউডের এই অভিনেতা।
সম্প্রতি নিজ দেশ ভারত থেকে দুবাই গিয়েছেন আর মাধবন। কিন্তু তিনি যখন বিমানে উঠলেন তখন কিছুটা চমকে গিয়েছিলেন।
কেননা ওই বিমানের প্রতিটি সিট ছিলো খালি এবং বলিউডের অভিনেতাকে জানানো হয়েছিলো, এই বিমানে তিনিই একমাত্র যাত্রী।
কথাটি শোনার পর কিছুটা দুঃখ পেয়েছিলেন আর মাধবন। তবে এটি তার জন্য একদম ভিন্ন একটি অভিজ্ঞতা এবং কিছুটা মজার ছিলো বলে নিজের ওই ভিডিওতে জানান তিনি।
View this post on Instagram
শুধু বিমান নয়, বলিউডের এই অভিনেতা দুবাই বিমানবন্দরে পৌঁছানোর পরও চমকে গিয়েছিলেন। কেননা সেখানেও একমাত্র যাত্রী ছিলেন তিনিই।
এ প্রসঙ্গে বলিউডের এই অভিনেতা জানান, “সাধারণত দুবাই বিমানবন্দরে সবসময় লোক সমাগম থাকে। কিন্তু গত ২৬ জুলাই সেই বিমানবন্দরের একমাত্র যাত্রী ছিলাম আমি। বিষয়টি খুব দুঃখজনক। প্রার্থনা করছি সবকিছু যেনো দ্রুত ঠিক হয়ে যায়।”