মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ প্রতিযোগিতার বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী বিশ্বসুন্দরীর মুকুট জেতার লড়াইয়ে নামতে যাচ্ছেন। এর অংশ হিসেবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অফিসিয়াল ওয়েবসাইটে যুক্ত হয়েছে তার স্থিরচিত্র।
মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ‘কনটেস্ট্যান্টস’ অপশনে ক্লিক করলেই দেখা যাবে ঐশীর ছবিগুলো। ওয়েবসাইটটির হোমপেজেও বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিযোগীদের নাম ও ছবি রয়েছে।
এবার অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ডের ৬৮তম আসর। এতে বাংলাদেশসহ ১২১টি দেশ তাদের প্রতিযোগী পাঠানোর বিষয়টি চূড়ান্ত করেছে। প্রতিযোগিতায় বিভিন্ন ধাপে অন্য সুন্দরীদের সঙ্গে লড়তে হবে ঐশীকে।
চীনের সানাইয়া সিটি এরেনায় এ বছরের ৮ ডিসেম্বর বসবে মিস ওয়ার্ল্ডের জমকালো আসর। গতবারও এই প্রতিযোগিতা বসেছিল একই ভেন্যুতে। ২০১৮ সালের বিশ্বসুন্দরীকে মুকুট পরিয়ে দেবেন গতবারের মিস ওয়ার্ল্ড ভারতের মানুষি চিল্লার।