প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন ‘স্লামডগ মিলিয়নিয়র’ ছবির অভিনেত্রী ফ্রিডা পিন্টো। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হবু স্বামী কোরি ট্র্যানের সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিলেন ফ্রিডা।
প্রথম ছবিতে ফ্রিডা পিন্টোর বেবি বাম্পকে ছুঁয়ে থাকতে দেখা গেছে কোরিকে।
দ্বিতীয় ছবিতে এই জুটিকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে।
ছবিটির ক্যাপশনে হলিউড-বলিউডের এই অভিনেত্রী লিখেছেন, ‘শিগগিরই আসছে বেবি ট্র্যান।’
কোরির আগে ‘স্লামডগ মিলিয়নিয়র’ ছবির নায়ক দেব পাটিলের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ফ্রিডা। ২০১৪ সালে সেই সম্পর্ক ভেঙে যায়।
এরপর ২০১৭ সাল থেকে শুরু হয় কোরি-ফ্রিডার মন দেওয়া-নেওয়া। পরে ২০১৯ সালে ফটোগ্রাফার বয়ফ্রেন্ড কোরি ট্র্যানের সঙ্গে অভিনেত্রী তার জন্মদিনে বাগদান পর্ব সারেন।