‘অপরাজিতা’ হয়ে ফিরবেন শাবনূর

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 06:51:48

ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা ছিলেন শাবনূর। তবে দীর্ঘদিন ধরেই রয়েছেন বড়পর্দার আড়ালে। তাইতো ভক্তরা বঞ্চিত হয়েছেন তার অভিনয় থেকে। অপেক্ষায় রয়েছেন তার ফিরে আসার।

সুখবর হলো শাবনূর ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। শিগগিরই বড়পর্দায় ফিরতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী।

মঙ্গলবার (২৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নতুন ছবির ঘোষণা দিয়েছেন শাবনূর। সেই সঙ্গে নতুন ছবিটির নাম ও পোস্টারও শেয়ার করেছেন তিনি।

শাবনূর

শাবনূরের শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, ঘোমটা দেওয়া ক্ষত-বিক্ষত সেলাই করা একটি মুখ।

ছবিটির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “দীর্ঘ বিরতির অবসান! পরিস্থিতি স্বাভাবিক হলে ‘অপরাজিতা’ হয়ে আসবো আপনাদের মাঝে! সবার দোয়াপ্রার্থী!”

এ সম্পর্কিত আরও খবর