টাইগার ভক্ত বিজয়

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 17:53:58

বলিউড সুপারস্টার টাইগার শ্রফ। এখনও পর্যন্ত দর্শকদের উপহার দিয়েছেন বেশ কয়েকটি ব্লকবাস্টার ছবি। ফলে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে আছে ৩১ বছর বয়সী এই তারকার অসংখ্য ভক্ত। আর সেই ভক্তদের তালিকায় রয়েছে দক্ষিণের সুপারস্টার বিজয় এবং অভিনেত্রী মালাভিকা মোহানান।

টাইগার শ্রফ

মুম্বাইয়ে টাইগার শ্রফকে ‘বাঘি থ্রি’র শুটিং করতে দেখেছিলেন বিজয় ও মালাভিকা। এরপরই এই তারকার অন্ধ ভক্ত বনে যান তারা।

মালাভিকা মোহানান

দক্ষিণী তারকা বিজয়ের জন্মদিন উপলক্ষে সম্প্রতি একটি স্পেসেস সেশনের আয়োজন করা হয়েছিলো। যেখানে অংশ নিয়েছিলেন বিজয়ের কয়েকজন সহশিল্পী। যারা প্রত্যেকে বিজয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও তাকে নিয়ে নানা স্মৃতি সম্পর্কে জানান। আর সেখানেই মালাভিকা এই গোপন তথ্য ফাঁস করেছেন।

বিজয়

মালাভিকা বলেন, মুম্বাই থিয়েটারে আমি এবং বিজয় স্যার টাইগার শ্রফের ‘বাঘি থ্রি’ ছবির শুটিং দেখেছিলাম। বিজয় স্যার তো টাইগারের অভিনয় দেখে তার প্রশংসায় রীতিমতো চিৎকার শুরু করে দিয়েছিলেন। তিনি বলিউডের এই অভিনেতাকে সত্যিই দারুণ পছন্দ করেন। তার অন্ধ ভক্ত তিনি।

 

এ সম্পর্কিত আরও খবর