‌‘আশিকী থ্রি’তে সুনিল পুত্র

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 02:12:43

বাবা সুনিল শেঠি ও বোন আথিয়া শেঠির পথ অনুসরণ করে শিগগিরই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন আহান শেঠি। সব ঠিক থাকলে পরিচালক মিলন লুথরিয়ার ‘তাড়াপ’ ছবির মধ্য দিয়ে আহানের রূপালি পর্দার সফর শুরু হবে।

আহান শেঠি

এরইমধ্যে জানা গেলো চমকপ্রদ এক তথ্য। আর সেটি হলো- আহান শেঠিকে বলিউড ইন্ডাস্টির ব্লকবাস্টার ফ্রাঞ্চাইজি ‘আশিকী’র তৃতীয় কিস্তি ‘আশিকী থ্রি’র জন্য নির্বাচন করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- ‘তাড়াপ’এর শুটিংয়ের ঝলক দেখেই আহান শেঠিকে দারুণ পছন্দ হয় প্রযোজক ভূষণ কুমারের। এরপরই বিগ বাজেট প্রোজেক্ট ‘আশিকী থ্রি’র জন্য সুনীল পুত্রকে পছন্দ করে নেন টি-সিরিজের কর্ণধার।

আহান শেঠি

ছবিতে কার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে আহানকে তা এখন ঠিক করা হয়নি। তবে আহানের বয়সের কথা মাথায় রেখে কোনও নবাগতা অভিনেত্রীকে এই ছবির হিরোইন হবে তেমনটাই শোনা যাচ্ছে।

১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিকী’তে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগারওয়াল। ২৩ বছর পর এই মিউজিক্যাল ছবির রিবুট ভার্সন আসে ‘আশিকী টু’। যেখানে দর্শক দেখেছে আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুরকে।

মা-বাবার সঙ্গে আহান শেঠি

 

এ সম্পর্কিত আরও খবর