বলিউড সুপারস্টার সালমান খান। ৩৩ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য ব্লকবাস্টার ছবিতে। তবে এখনও পর্যন্ত কোনো বায়োপিকে কাজ করতে দেখা যায়নি তাকে।
তবে এবার বোধহয় সালমান খানের ভক্তদের সেই ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। শোনা যাচ্ছে, ভাইজানকে নাকি শিগগিরই একটি বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ভারতীয় স্পাই রবীন্দ্র কৌশিকের জীবনী নিয়ে একটি থ্রিলার ছবি নির্মাণ করতে যাচ্ছেন রাজকুমার গুপ্তা। আর সেখানেই নাকি প্রধান চরিত্রে পাওয়া যাবে সালমান খানকে।
‘ব্ল্যাক টাইগার’ নামে পরিচিত রবীন্দ্র কৌশিককে ভারতের অন্যতম শ্রেষ্ঠ গুপ্তচর ধরা হয়। তাই ছবির নাম ‘ব্ল্যাক টাইগার’ হবে বলেই ধরা হয়েছিলো। কিন্তু তেমনটি হচ্ছে না। কেননা ছবিটির জন্য নতুন নাম খুঁজছেন নির্মাতারা।
তবে নতুন ছবিটি নিয়ে এখনও পর্যন্ত কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সবশেষ ‘রাধে’ ছবিতে দেখা গেছে সালমান খানকে। কিন্তু বক্স অফিসে ভালো ব্যবসা করলেও সমালোচকদের প্রশংসা কুড়াতে পারেনি ছবিটি।
এই মুহূর্তে সালমান খানের হাতে রয়েছে ‘কিক টু’ ও ‘অন্তিম’ ছবি দুটির কাজ। এছাড়াও এছাড়াও শোনা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টার বিজয় অভিনীত ‘মাস্টার’ ছবির হিন্দি রিমেকে অভিনয় করতে চলেছেন ‘ভাইজান’।