চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমালেন রজনীকান্ত। শনিবার (১৯ জুন) চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ এক ফ্লাইটে করে মার্কিন মুলুকের উদ্দেশ্যে রওনা দেন দক্ষিণের জনপ্রিয় এই তারকা।
এদিকে, চেন্নাই বিমানবন্দরে দক্ষিণের এই সুপারস্টারকে ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। যার ছবি প্রকাশ্যে আসতেই কিছুটা উদ্বেগ প্রকাশ করেন এই তারকার ভক্তরা।
তবে চিন্তার কোনো কারণ নেই। জানা গেছে- কয়েক বছর আগে রজনীকান্তের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিলো। তার রুটিন চেক-আপের জন্যই আমেরিকা গিয়েছেন ৭০ বছর বয়সী এই তারকা। সবকিছু ঠিক থাকলে জুলাই মাসেই নিজ দেশে ফিরবেন তিনি।
தலைவர் states கிளம்பிட்டாரு ...நல்ல படியா போய்ட்டு வங்க தலைவா
— கரண் தேவா (@karan868208) June 19, 2021
10 மடங்கு சார்ச் எத்திட்டு வாங்க பாஸ் ♥️#Rajinikanth #Annaatthe pic.twitter.com/O7pT6BheC9
আমেরিকা সফরে রজনীকান্তের সঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী। আর এই সফরের জন্য তিনি কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়েছেন বলেও জানা গেছে।
এদিকে, মার্কিন মুলুকে পাড়ি দেওয়ার আগে নিজের আসন্ন ছবি ‘আন্নাথের’ শুটিং সম্পন্ন করে গিয়েছেন তিনি।