তাও প্রায় শেষ পর্যায়ে।
আজই (৩০ সেপ্টেম্বর ২০১৮) গ্র্যান্ড ফাইনাল।
অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে।
সেখানেই অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ডের এবারের আসর।
মোট দশজন প্রতিযোগী অংশগ্রহণ করবে আজকের ফাইনালে।
আয়োজক অন্তর শোবিজ জানাচ্ছে-
গুলশান ২ এর নবনির্মিত পাঁচ তারকা হোটেল রয়্যাল প্যারাডাইস-এ সেরা ১০ প্রতিযোগীর গ্রুমিং শেষ হয়েছে এর মধ্যেই। ফাইনালের চূড়ান্ত মঞ্চ কাঁপাতে প্রস্তুত তারা।
ডিজে সনিকা ও আরজে নিরবের উপস্থাপনায় এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’র রাজদর্শন হল থেকে।
আজকের অনুষ্ঠান শেষে বিজয়ী যে হবেন, তার হাতে সময় থাকবে প্রায় তিনমাস, মূল পর্বে অংশগ্রহণের প্রস্তুতির জন্য।
তার হাতেই একাধিক প্রতিযোগী বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন সেই ১৯৯৬ থেকে।