ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।
তা থেকে জানা গেছে, আগামী দুই বছরের জন্য ডিরেক্টরস গিল্ড-এর সভাপতির দায়িত্ব পালন করবেন নির্মাতা সালাউদ্দিন লাভলু।
তিনি বলছেন-
সহকর্মীরা পরপর দুই মেয়াদে আমার উপর আস্থা রেখেছেন, আমাকে ভালোবেসেছেন; আমি সত্যিই আবেগে আপ্লুত। এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই আমি। সকল নির্মাতা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা রইলো।
গত মেয়াদে সংগঠন গুছাতে গুছাতেই অনেক সময় পার হয়ে গেছে তাদের।
সেগুলো এবার শেষ করার প্রত্যয় ব্যক্ত করেছেন অলীক।
বলছেন-
সংগঠনের জন্য আবারও কিছু করার সুযোগ তৈরি হলো। আবারও সুযোগ পেলাম আমাদের নির্মাতাদের জন্য কাজ করার। গতবারের অসমাপ্ত কাজগুলো এবার তাই পরিকল্পনামাফিক শেষ করতে চাই।
অন্য অনেকের মতো তিনিও বিশ্বাস করছেন, দারুণ একটি কমিটি হয়েছে।
অলীক বলছেন-
প্রবীন ও নবীনের মিশেলে অভিজ্ঞতা ও মেধার সমন্বয় ঘটবে এবার। লাভলু ভাই চমৎকার মানুষ। নাটক ও নাট্য নির্মাতাদের প্রিয় তিনি। তার নেতৃত্বে অনেক সাফল্য আসবে আমাদের।
এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন মোট ৫২ জন প্রার্থী।
তার ভাষ্যমতে-
যারা নির্বাচিত হননি, তারাও নির্মাতাদের প্রতিনিধি। কেউ না কেউ তো তাদের রায় দিয়েছিলেন। নির্মাতাদের স্বার্থে যে কোনো পরিকল্পনা, দাবি তারা নিয়ে আসতে পারবেন। সবাইকে নিয়েই আমরা একটি সফল সংগঠন হিসেবে ডিরেক্টরস গিল্ডকে জনপ্রিয় করে তুলতে চাই।