অডিশন, সিলেকশন, পারফরম্যান্সসহ ধাপে ধাপে বাছাই প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছেন এই প্রতিযোগিতার সেরা ১০ সুন্দরী।
ডিজে সনিকা ও আরজে নিরবের উপস্থাপনায় প্রতিদিন রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রচার হবে অনুষ্ঠানটি।
এদিকে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এখন চলছে সেরা ১০ প্রতিযোগীকে নিয়ে গ্রুমিং পর্ব।
সেখানে নাচের প্রশিক্ষণ দিচ্ছেন কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ।
অন্তর শোবিজের আয়োজনে গত ১৬ সেপ্টেম্বর থেকে এফডিসিতে সেট তৈরি করে শুরু হয় এবারের প্রতিযোগিতা।
মূল বিচারকের দায়িত্ব পালন করছেন কয়েকজন তারকা।
গালা রাউন্ডে আইকন বিচারক হিসেবে যোগ দেবেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদসহ অনেকে।
এই আয়োজন থেকে উঠে আসা বিজয়ীকে চলতি মাসের শেষ সপ্তাহে পাঠানো হবে মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে।
এর আগে বাংলাদেশের সুন্দরীকে তৈরি করবেন বিখ্যাত গ্রুমার নয়নিকা চ্যাটার্জি। তার হাতে গ্রুমিং করে ১৯৯৬ থেকে একাধিক প্রতিযোগী বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন।
অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন,
‘এবার সব প্রস্তুতি ভালো। বিশ্বসেরার মুকুটের জন্য দারুণভাবে লড়তে চাই আমরা।’