দুই পর্দারই পরিচিত মুখ।
প্রথম আলোচনায় আসেন ২০১২ সালে, ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মাধ্যমে।
সেই প্রতিযোগিতার একজন বিচারক ছিলেন অভিনেতা ফেরদৌস।
তিনি শায়লার পারফরমেন্সে মুগ্ধ হয়ে প্রস্তাব দেন অভিনয়ের।
নাটক, টেলিছবি, চলচ্চিত্র এমনকী বিজ্ঞাপন; সব ক্ষেত্রেই হাজির তিনি।
বড়পর্দায় শায়লাকে প্রথম দেখা যায় ২০১৪ সালে, ‘প্রিয়া তুমি সুখী হও’ ছবির মাধ্যমে।
এটি ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত।
২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে করেন তিনি।
পাত্র, সাব্বির আহমেদ।
বিয়ের দুই বছর পর, দ্বিতীয় বিবাহ বার্ষিকীর ঠিক একদিন আগে, গতকাল শনিবার (২২ সেপ্টেম্বর ২০১৮) মা হন শায়লা সাবি।
শায়লা জানিয়েছেন-
মেয়েকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়েছে। আশা করি, আজ (২৩ সেপ্টেম্বর ২০১৮) একটা ভালো সংবাদ পাবো।
মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।