পদ্মা সেতুকে কেন্দ্র করে নির্মিত হলো টেলিছবি

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 03:48:30

দেশে প্রথমবারের মতো নির্মিত হলো মহান মুক্তিযুদ্ধের বিজয় গাঁথা ও পদ্মা সেতুকে কেন্দ্র করে একটি টেলিছবি।

এ টেলিছবির গল্পে দেখা যাবে- স্বপ্নের পদ্মা সেতু কাছ থেকে দেখবে বলে দেশের শ্রেষ্ঠ একদল বীর মুক্তিযোদ্ধা এক বন্ধুর বাড়িতে একত্রিত হয়। দীর্ঘদিন পর তাদের দেখা। সঙ্গত কারণেই অনেক উৎফুল­ তারা। পদ্মা সেতু দেখতে যাবার আগে নানান ধরনের প্রস্তুতি শুর হয় সবার মাঝে। সিদ্ধান্ত হয় পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে পদ্মা সেতু দেখার জন্য যাত্রা শুর করবেন তারা।

ছবি: সংগৃহীত

কিন্তু তার আগে রাতে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে খুবই স্পর্শকাতর ও বিব্রত পরিস্থিতির মুখোমুখি হয় সকলে। একজন খুন হয়। তারপর ঘটতে থাকে নানা বিব্রতকর ঘটনা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এক চরম সত্যের মুখোমুখি দাঁড়ায়।

‘সূর্যসকাল’ নামে বিজয় মাসের এই বিশেষ টেলিছবিটি নির্মাণ করেছেন রেজানুর রহমান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ঝুনা চৌধুরী, জিয়াউল হাসান কিসলু, হাফিজুর রহমান সুরজ, চিত্র নায়িকা সুমনা সোমা।

ছবি: সংগৃহীত

এতে আরো অভিনয় করেছেন কাজী প্যারিস, সুকর্ন হাসান, মিন্টু সরদার, মনি কানচন-সহ দেশের বিভিন্ন নাট্য সংগঠনের একদল নাট্যকর্মী।

আগামী ২৩ ডিসেম্বর দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে বিশেষ এই টেলিছবিটি।

এ সম্পর্কিত আরও খবর