অনলাইনে জুমের মাধ্যমে প্রদর্শিত হবে তানভীর মোকাম্মেল পরিচালিত চলচ্চিত্র “রূপসা নদীর বাঁকে”।
আগামী ২৫, ২৬ ও ২৭শ ডিসেম্বর প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ১১টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা ও রাত ১০টা। চলচ্চিত্রটির দর্শন মূল্য ২০০টাকা। বিকাশের মাধ্যমে এই নম্বরে ০১৯২৭ ৫২৫৩৬৪ টাকা পাঠিয়ে যে কেউ ছবিটি দেখতে পারেন। বিকাশ করার সময় আপনার ই-মেইল আইডিটি অবশ্যই k.eye.films@gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে। আগামী ২৪ ডিসেম্বর টাকা পাঠানোর শেষ দিন।
টাকা পাঠানোর পর আপনার ই-মেইল আইডি-তে ছবিটি দেখার জুম লিঙ্কটা পাঠানো হবে। আপনার দেওয়া সময়সূচী অনুযায়ী তিন ঘণ্টার জন্য চলচ্চিত্রটি উক্ত লিঙ্কে আপনার দেখার জন্য থাকবে। তারপর সেখান থেকে সরিয়ে নেওয়া হবে।
‘রূপসা নদীর বাঁকে’ ছবিটির দৈর্ঘ্য দুই ঘণ্টা ১৭ মিনিট।