নতুন বছরেই কারিনার কোল আলো করে আসবে দ্বিতীয় সন্তান। প্রতি মুহূর্তে গর্ভের ভিতর আরও একটা জীবন বেড়ে উঠার স্বাদ অনুভব করছেন নবাবপত্নি। তবুও কাজ থেকে বিরতি নেননি, ছবির শুটিং ও বিজ্ঞাপনী প্রচারের কাজ সারছেন পুরোদমে।
এমন অবস্থাতেও সমালতালে কাজ করে যাওয়ায় সকলেই প্রশংসা করছেন কারিনা কাপুর খানের। একইসঙ্গে মম টু-বি কারিনার গ্ল্যামারাস লুকও নজর কাড়ছে নেটিজেনদের।
আজকের এই প্রতিবেদনে দেখে নেবো মম টু-বি কারিনার গ্ল্যামারাস লুক...