চার বছর হতে চললো বলিউড অভিনেতা ওম পুরিকে হারানোর। আগামী ৬ জানুয়ারি বর্ষীয়ান এই তারকার চতুর্থ মৃত্যুবার্ষিকী।
মৃত্যুর আগে ‘রামভাজ্জান জিন্দাবাদ’ নামক একটি ছবিতে কাজ করেছিলেন ওম পুরি। কিন্তু ওম পুরির মৃত্যুর পর তার সম্মানে ছবিটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘ওমপ্রকাশ জিন্দাবাদ’। এটিই ছিলো তার অভিনীত শেষ ছবি।
চমকপ্রদ তথ্য হলো- ওম পুরির মৃত্যুর চার বছর পর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত শেষ ছবিটি। আগামী ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ‘ওমপ্রকাশ জিন্দাবাদ’।
রঞ্জিত গুপ্তা পরিচালিত ছবিটিতে ওম পুরির পাশাপাশি রয়েছেন কুলভূষণ খারবান্দা, জাকির হোসেন। প্রযোজনায় রয়েছে খালিদ খিদওয়াই।