দাম্পত্য জীবনের তিন বছর পূর্ণ করলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালে আজকের এই দিনে ইতালির তাসকেনি রিসোর্টে চুপিসারে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা জুটি।
তৃতীয় বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তাকে শুভকামনা জানিয়েছেন আনুশকা শর্মা। ছবিটির ক্যাপশনে বলিউডের এই অভিনেত্রী লিখেছেন- ‘আমাদের তিন বছর, আর শিগগিরই আমার তিন হবো।’
আগামী বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসেই বিরুষ্কার ঘরে আসতে চলেছে নতুন অতিথি।
অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছেড়ে আপাতত অস্ট্রেলিয়ায় বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার গুরু দায়িত্ব তার কাঁধে। বিশেষ এই দিনটিতে আনুশকার পাশে না থাকলেও ভিন দেশ থেকেই সোশ্যাল মিডিয়া স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন বিরাট।
নিজেদের বিয়ের একটি মিষ্টি মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন- ‘তিন বছর পূর্ণ হল এবং আজীবন একসঙ্গে থাকবো।’