প্রকাশ্যে ‌পিস্তল উঁচিয়ে গুলি করা শামীম গ্রেফতার

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-01-08 22:47:00

চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী কলেজ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন দু’পক্ষের সংঘর্ষে প্রকাশ্যে বিদেশী আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি করা ব্ল্যাক শামীমকে বিদেশী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্ল্যাক শামীমকে জেলার সীতাকুণ্ড থেকে আমাদের একটা টিম বিদেশী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে।

গ্রেফতার শামীম নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিমের অনুসারী হিসেবে পরিচিত।

এর আগে, রোববার আসনটির পাহাড়তলী কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করে ব্ল্যাক শামীম। পরপর এমন একটি ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে নানা আলোচনা তৈরি হয়।

নির্বাচনের সংঘর্ষের ঘটনায় শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২) গুলিবিদ্ধ দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ জামালের স্ত্রী খুলশী থানায় মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেন খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ।

মামলার এজাহারসূত্রে জানা গেছে, মামলায় এক নম্বর আসামি করা হয়েছে ব্ল্যাক শামীমকে। এছাড়া কাউন্সিলর ওয়াসিম, তার স্ত্রী রোমানা চৌধুরী, কাজী কাউসার, সুমন, পারভেজের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪৫ থেকে ৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর