জাল ভোটের অভিযোগে ৬ মাসের কারাদণ্ড

, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা | 2024-01-07 11:57:15

বরগুনা-১ (সদর) উপজেলার পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগে সাবেত হোসেন নামের একজনকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার (৭ জানুয়ারি) সকাল দশটার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক আবু সালেহ মোঃ আরমান ভুঁইয়া এ দণ্ডাদেশ দেন। সাবেত হোসাইন (১৮) পরীরখাল এলাকার সগীর হোসেনের ছেলে।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা জানান, সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ৮৫নং ভোটকেন্দ্র পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ে জাল ভোট প্রদানের দায়ে সাবেত হোসাইন নামের একজনকে দণ্ডবিধি-১৮৬০ এর ১৭১(চ) ধারা মোতাবেক ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

এ সম্পর্কিত আরও খবর