চট্টগ্রামে ভোটকেন্দ্রে বিএনপি-পুলিশ সংঘর্ষ

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-01-07 11:06:38

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আধা ঘণ্টার মধ্যে চট্টগ্রামের চাঁন্দগাঁও মৌলভী পুকুর পাড়ে বিএনপির সাথে বিজিবি ও পুলিশের সংঘর্ষ হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিএনপির সাথে বিজিবি ও পুলিশের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

ভোট দিতে আসা এক ভোটার জানান, চাঁন্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় ভোট শুরুর কিছুক্ষণ পরে বিএনপির নেতাকর্মীরা ভোট দিতে বাধা দেয় ভোটারদের। তার কিছুক্ষণ পরে বিজিবি সদস্যরা আসলে বিএনপির কর্মীরা তাদের উপর ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশের উপরও পালাক্রমে চলে ইট পাটকেল নিক্ষেপ।

একটি গলি থেকে বের হয়ে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় আগুন দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ ও বিজিবি তাদের দাওয়া দিলে তারা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে চাঁদগাঁও থানার তদন্ত পরিদর্শক মো. সবেদ আলী বলেন, ভোট শুরুর কিছুক্ষণ পর কিছু লোক কেন্দ্রের আশেপাশে গন্ডগোল করছিলো। সাথে ইট পাটকেল নিক্ষেপ করছিলো। এখন পরিস্থিতি সন্তোষজনক আছে। 

এ সম্পর্কিত আরও খবর