বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠকে ইসি

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-04 15:59:07

বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন কমিশন এ বৈঠকে বসে।

বৈঠক শেষে ব্রিফ করা হবে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতির বিষয়ে ঢাকাস্থ বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক মিশন, সংস্থার প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদের ব্রিফিং করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।

 

উল্লেখ্য, ২৮ টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ১৯৭০ প্রার্থী অংশগ্রহণে আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

এ সম্পর্কিত আরও খবর