নৌকার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজিবুল বশর

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-01-04 16:05:43

নৌকার জয় নিশ্চিত করতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের প্রার্থী ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় ফটিকছড়ির নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ডেকে এই ঘোষণা দেন তিনি।

নজিবুল বশর বলেন, ‘আমি যদি নির্বাচনের মাঠে থাকি তাহলে ভোটের সমীকরণ ভিন্ন হবে। এখন আমি সরে যাওয়ায় আমার ভোটারেরা নৌকার বিজয় নিশ্চিতকরণে প্রধান কারণ হতে পারে বলে আমি মনে করছি।’

তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৪ দলীয় জোটের নেত্রী প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে ফটিকছড়ির সার্বিক উন্নয়নে ধারাবাহিকতা অব্যাহত রাখার নিমিত্ত্বে আমি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী আগামী ৭ জানুয়ারির নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম। আমি সব সময় ফটিকছড়িবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি ও থাকব।’

সরে দাঁড়ানোর কারণ হিসেবে জোট নেত্রীর প্রতি সম্মান ও নৌকার সমীকরণ সহজ করার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, ‘এই ফটিকছড়িতে আমি চারবারের মধ্যে তিনবারই নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছি, এবং এই নৌকার মাধ্যমে আমি বারবার সম্মানিত হয়েছি। যেহেতু ১৪ দলীয় জোট নেত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই ফটিকছড়িতে নৌকা প্রতীকের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন, সেহেতু উনার প্রতি সম্মান জানানো আমার নৈতিক দায়িত্বও বটে। এমতাবস্থায় ফটিকছড়িতে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করা আমি সমীচিন মনে করছি না।’

প্রধানমন্ত্রীর নির্দেশনাতেই সারাদেশে তরিকত ফেডারেশনের ৪২ জন প্রার্থী নির্বাচন করছে জানিয়ে তিনি বলেন, ‘১৪ দলীয় জোট সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অসাম্প্রদায়িক ধর্মীয় মূল্যবোধ, আধ্যাত্মিকতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল রাজনৈতিক দল বাংলাদেশ তরিকত ফেডারেশনের পক্ষ হতে আমি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপিসহ সর্বমোট ৪২ জন প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটযুদ্ধে অবতীর্ন হয়েছি। সংবিধান রক্ষার এই নির্বাচনে আমিসহ বাংলাদেশ তরিকত ফেডারেশনের অন্যান্য প্রার্থীগণ ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ, পথসভা চালিয়ে যাচ্ছি। সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচনী আমেজে আমরা আমাদের কার্যক্রম ব্যাপকভাবে চালিয়ে আসছি।’

দলটির নানা পদক্ষেপে সরকার নানাভাবে উপকৃত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আস্থা ও ভালোবাসায় বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) ইতিমধ্যে জান বাজি রেখে অনেক সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলশ্রুতিতে বাংলাদেশের জাতীয় ও রাজনৈতিক অঙ্গনের ৪০ বছরের ধারাবাহিকতার আমূল পরিবর্তন সাধিত হয়েছে। যার প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ ও বর্তমান সরকার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অনেক উপকৃত হয়েছে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যেই আমরা পুরস্কৃত হয়েছি।’

এসময় তার সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান তৈয়বুল বশর, পাইন্দং ইুপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বপ্নন উপস্থিত ছিলেন৷

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে এবার নির্বাচনে লড়ছেন ৯ জন। তারমধ্যে ভোটের মাঠে সবচেয়ে সরব আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি, স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব এবং সদ্য আত্মপ্রকাশ করা বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী। বর্তমান সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীকেও হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচনা করা হলেও নির্বাচনে প্রচারণায় তাকে তুলনামূলক কমই দেখা গেছে। তবে এরমধ্যেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর