জামালপুর-২ ইসলামপুর আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী জনসভায় গিয়ে নৌকায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুল কাদের শেখ।
বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী ঈদগাহ মাঠে স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে নৌকার ভোট প্রার্থনা করেন তিনি।
জানা গেছে, টানা তিনবারের বর্তমান মেয়র আব্দুল কাদের শেখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছিলেন। দলের মনোনয়ন না পেয়ে প্রতীক বরাদ্দের পর গত ২৯ ডিসেম্বর মেয়র আব্দুল কাদের শেখ তার কর্মী সমর্থকদের নিয়ে স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে সমর্থন করেন।
এর পর থেকেই স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের সাথে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে গিয়ে কাঁচি প্রতীকের ভোট প্রার্থনা করেন পৌর মেয়র আব্দুল কাদের শেখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী বৈঠকসহ ভোটারদের কাছে গিয়ে কাঁচি প্রতীকের ভোট চেয়েছেন।
এরই ধারাবাহিকতায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বুধবার (৩ জানুয়ারি) বিকালে মহলগিরী ঈদগাহ মাঠে স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষের দিকে সন্ধ্যায় উপস্থিত হয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল কাদের শেখ।
এসময় তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) ফরিদুল হক খানের ব্যাপক সমালোচনা করে স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের প্রশংসা করেন।
পরে তিনি কাঁচি প্রতীকের ভোট না চেয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত সবাইকে দুই হাত তুলে নৌকায় দেওয়ার আহ্বান করেন।
উপস্থিত স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের ইশারা বুঝতে পেয়ে পুনরায় কাঁচি প্রতীকের ভোট চান পৌর মেয়র আব্দুল কাদের শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া (স্বতন্ত্র ঈগল প্রতীক)। সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস.এম শাহিনুজ্জামান সমর্থন দিয়েছেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবিদ মঞ্জুরুল মুর্শেদ হ্যাপী, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম দুলাল প্রমুখ।