দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে না পারলে রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। তাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, 'একটি জোট ভোট প্রতিহত করার জন্য সহিংস কর্মসূচি দেবে। তাই সবার প্রতি একটাই নির্দেশনা নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করা। ভোটের মাঠে ম্যাজিস্ট্রেট ছাড়া সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড বাহিনী মুভ করতে পারবেনা।
নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, 'ভোটের দিন আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে শৈত্যপ্রবাহ থাকার সম্ভনা রয়েছে, সে অনুযায়ী আমাদের প্রস্তুতি নিতে হবে।'
প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সচিবালয় জাহাংগীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান।