নোয়াখালী-২: স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ

, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নোয়াখালী | 2024-01-02 10:27:09

নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক টাকা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব মোরশেদ আলম।

সোমবার (১ জানুয়ারি) সেনবাগের ফকিরহাটে এক নির্বাচনী সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

সমাবেশে মোরশেদ আলম বলেন, আওয়ামী লীগ নামধারী সেনবাগের পঞ্চপান্ডব খ্যাত একটি চক্র নৌকা ডুবাতে ষড়যন্ত্র করছে। স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিককে নিয়ে তারা ভোটারদের টাকা দিয়ে বিভ্রান্ত করছে। খারাপ মানুষের হাতে সেনবাগকে তুলে না দেয়ার অনুরোধ করেন তিনি।

এর আগে সেনবাগের বিজবাগে নারীদের এক সমাবেশে বক্তব্য রাখেন মোরশেদ আলম। বলেন, নৌকায় ভোট দিলে উন্নয়ন তরান্বিত হবে। দেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে। প্রান্তিক নারীদের কল্যাণে সরকার গ্রহণ করবে নানা ধরনের উদ্যোগ।

এদিকে, মোরশেদ আলমের পক্ষে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তার ছোট ভাই সার্ক চেম্বারের সভাপতি জসিম উদ্দীন। সোনাইমুড়ীর সমিতি বাজার এলাকায় নারীদের এক সমাবেশে তিনি বলেন, মোরশেদ আলম ১০ বছরে এলাকায় কোনও কিশোর গ্যাং, চাঁদাবাজ ও সন্ত্রাসী বাহিনী তৈরি হতে দেননি। শান্তির জন্য কাজ করেছেন সবসময়।

নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, সরকার গঠন করবে আওয়ামী লীগ। এমপি আওয়ামী লীগের হলে উন্নয়ন হবে আশানুরূপ।

এ সম্পর্কিত আরও খবর