হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেছেন, আমি নৌকার বিরুদ্ধে নির্বাচন করতে আসিনি, আমি নির্বাচনে এসেছি নৌকার মাঝির বিরুদ্ধে।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার লালচন্দ চা বাগানে গণসংযোগের সময় পথসভায় ভোটাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার সুমন বলেন, আপনাদের এখানে আসার সময় যে রাস্তা দিয়ে এসেছি এটি ভাঙাচোরা। আমি নির্বাচিত হলে আপনাদের রাস্তা করে দিব, আপনাদের মন্দিরে কাজ করে দিব।
তিনি আরও বলেন, কিছুদিন আগে বাগানে অবরোধ পালনের সময় আমি আপনাদের পাশে ছিলাম, সব সময় থাকব। আমি কথা দিতেছি নির্বাচিত হলে ৫ বছর আপনাদের সেবায় থাকব। আমি শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি। আরেকটা কথা বলে যাই, আগামী ৭ জানুয়ারি আপনার ভোট কেন্দ্রে যাবেন। আমাকে ভোট না দিলেও যাবেন।