নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-12-30 18:24:40

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।

শনিবার (৩০ ডিসেম্বর) ভোররাতের দিকে উপজেলার জোরারগঞ্জ থানার বিশুমিয়ার হাটে অবস্থিত গিয়াস উদ্দিনের নির্বাচনী অফিসটি ভাঙচুর করা হয়।

হামলার ঘটনা খতিয়ে দেখতে চট্টগ্রাম-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এতথ্য বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন মাহফুজা জেরিন নিজেই।

স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের মিডিয়া উপ-কমিটির সদস্য মো. আসিফুর রহমান শাহীন বলেন, ভোররাত আনুমানিক ৩টা-৪টার দিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন ভাইয়ের তাজপুর নির্বাচনী অফিসটিতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে নৌকার সমর্থকরা। এ ঘটনায় জড়িত ছিল নাছির উদ্দীন দিদার, মিয়া, বদি, দাউদ, হেলাল, অনিকসহ আরও ১০-১২ জন। এসিল্যান্ড ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বার্তা২৪.কমকে বলেন, নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর