দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পর্যবেক্ষণ করার জন্য ১৬ জন জাপানিজ পাচ্ছেন পর্যবেক্ষক কার্ড।
শুক্রবার (২৯ ডিসেম্বর) এই সংক্রান্ত পরাষ্ট্রমন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা পাঠানো হয় নির্বাচন কমিশনে (ইসি)।
চিঠিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকায় অবস্থিত জাপানিজ দূতাবাস থেকে আবেদনকৃত ১৬ জন নির্বাচন পর্যবেক্ষকের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর ও সদর দপ্তর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর থেকে তাদের নিরাপত্তা ছাড়পত্র ও ভিসা ইস্যুকরণের ব্যাপারে অনাপত্তি জ্ঞাপন করেছে।
এ অবস্থায়, নির্বাচন কমিশনকে পরবর্তী কার্যক্রমের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
যে ১৬ জনকে কার্ড ইস্যু করতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়- Masato Watanabe, Kazuyoshi Paul Kuroda, Anry Uno, Kiminori Iwama, Tatsuya Machida, Shimmura Katsumi, Tomo Minami, Kobayashi Yoshiaki, Kana Kobayashi, Taichi Kudo, Haruta Hiroki, Kawai Hiroshi, Atsushi Kato, Wataru Kayashima, Takuya Kato, Kyohei Yamamoto।