দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে ভোট পর্যবেক্ষণ করবে দেশীয় ২০ হাজার ২৫৬ জন। কেন্দ্রীয় থাকবে ৫১৭ জন। মোট পর্যবেক্ষকের সংখ্যা ২০ হাজার ৭৭৪ জন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোঃ শরিফুল আলম এই তথ্য জানান।
এক বিজ্ঞপ্তিতে শরিফুল আলম জানান, কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষণ সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবে। মোট ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষণের কাজ করবে জাতীয় সংসদ নির্বাচনে।
বিজ্ঞপ্তিতে, পর্যবেক্ষকের তালিকা চূড়ান্ত করার বিষয়টি উল্লেখ করে সব রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে। ইসির নিবন্ধনে বর্তমানে ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা রয়েছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। যা শেষ হবে আগামী ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।