ভোটারদের জন্য নতুন আইন করা হয়েছে: ইসি রাশেদা

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম | 2023-12-28 12:31:34

এবারই প্রথম ভোটারদের জন্য নতুন আইন করা হয়েছে। ভোটারদের কোন ভয় নেই। তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ঘটনা যা ঘটবে তাই প্রচার করবেন। সেটা মন্দ হোক, ভালো হোক। আসল ঘটনা তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার চেষ্টা করবেন।

তিনি বলেন, ভোটারদের ভয় নেই। তাদের নিরাপত্তার জন্য আইনের বিধান রয়েছে। যদি কেউ ভোটারদের কোন রকম বাধা বা হুমকি দেয় তাহলে শাস্তির ব্যবস্থা নেয়া হবে। ঘরে বাইরে যে কোন জায়গায় ভোটারদের ভয় দেখালে তাকে শাস্তির আওতায় আনা হবে বলে জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

তিনি আরও বলেন, নির্বাচন জটিল কাজ। এটি সবার সমন্বয়মূলক সহযোগিতা করে সফল করা উচিত। কারো একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তৌফিক ই লাহী, এ্যাডিশনাল ডিআইজি এস এম রশিদুল হক, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও খবর