দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণকে সামনে রেখে বৃহস্পতিবার নির্বাচন কমিশন ইসি সাথে জাতীয় মানবাধিকারের চেয়ারম্যান মতবিনিময় সভা করবে।
মতবিনিময় সভাটি বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টায় আগারগাঁও নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান’র নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। যা শেষ হবে আগামী ৫ই জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ই জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।