বাণিজ্য মেলা থেকে: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ম্যাটাডোর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে সুগন্ধি কলম। অরেঞ্জ, স্ট্রবেরিসহ মোট চারটি ফ্লেভারে পাওয়া যাচ্ছে অ্যারোমা নামের এই কলমটি।
বুধবার (২৯ জানুয়ারি) ম্যাটাডোরের প্যাভিলিয়ন ঘুরে দেখা যায়, এরইমধ্যে অ্যারোমা কলম বেশ সাড়া ফেলেছে ক্রেতা ও দর্শনার্থীদের মাঝে। অনেকেই কিনছেন কলমটি। শিশু-কিশোরদের পছন্দের তালিকায় রয়েছে এটি।
অ্যারোমা নামের এই কলমটিই প্যাভিলিয়নের প্রধান আকর্ষণ বলে জানিয়েছেন ম্যাটাডোরের সিনিয়র এক্সিকিউটিভ শাহরিয়ার আরিফ। তিনি বলেন, ‘এবারের মেলায় বেশকিছু নতুন আইটেম তোলা হয়েছে। কিন্তু অ্যারোমা নামের সুগন্ধিযুক্ত এই কলমটি আমাদের প্রধান আকর্ষণ। এই কলমের প্রচারণার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। দর্শনার্থীরা কলমটি দেখছেন। অনেকেই একসঙ্গে কয়েক প্যাকেট নিয়েও যাচ্ছেন। পরিমাণ ভেদে নতুন এই কলমটিতে আমরা সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় রেখেছি।’
এদিকে, মেলায় স্টেশনারির পাশাপাশি ম্যাটাডোর নিয়ে এসেছে ট্রেন্ডি ডিজাইনের আকর্ষণীয় ব্যাকপ্যাক। এসব ব্যাকপ্যাক বিক্রি হচ্ছে ১ হাজার টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত। তবে আকর্ষণের তালিকায় রয়েছে টেনিস বল শেপের লেমন লাইম আর ট্রুটি ফ্রুটির ইয়াম্মী ফ্লেভারে আইটিন টেনিস বল গাম। পাওয়া যাচ্ছে দুটি ভিন্ন ফ্লেভারে। প্রতিটির মূল্য ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। এছাড়া পাওয়া যাচ্ছে আই-টিন গুগলি এবং ম্যাটাডোর ফ্যান্টাসি নামে কম্বো প্যাকেজ। এতে থাকছে সর্বোচ্চ ২৩ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
ম্যাটাডোরের ব্র্যান্ড সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ কাইয়ুম বলেন, ‘গতবারের তুলনায় মেলা কিছুটা মন্দা। এরপরও দর্শনার্থীদের কাছ থেকে মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। এবারের মেলায় মূলত আমরা বেশ কিছু নতুন প্রোডাক্ট কাস্টমারদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এছাড়া আমাদের হোম সার্ভিস প্রোডাক্টগুলোও ভালো বিক্রি হচ্ছে।’
পুরান ঢাকা থেকে মেলায় এসেছেন মারিয়া। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে ম্যাটাডোরের কলম কিনি। এখানে এসে নতুন কয়েকটা আইটেম দেখলাম। দুই প্যাকেট চকলেট কিনেছি। আর কয়েকটা সুগন্ধিওয়ালা কলম কিনেছি।’