পাঁচদিন পর বাড়ল সূচক

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 00:58:31

টানা পাঁচদিন সূচক পতনের পর নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে সূচক বেড়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৪০ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

ডিএসইর তথ্য মতে, সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিল বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে দিনের বাকি লেনদেন হয় সূচকের ওঠানামার মধ্য দিয়ে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক আগের দিনের ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২১২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ৯৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩টির। এদিন ডিএসইতে মোট ২৬০ কোটি ৮২ লাখ ১১ হাজার টাকার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩০১ কোটি ৪১ লাখ ৯৯ হাজার টাকা।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৫কোটি ৫৭ লাখ ৩ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির কমেছে ৯২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।

এ সম্পর্কিত আরও খবর