ডিএসইতে সূচক কমছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 16:28:02

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৩ নভেম্বর) সূচক কমে চলছে দিনের লেনদেন কার্যক্রম। এদিন দুপুর ১২টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬৪ কোটি ৭৭ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭৩ কোটি ২৯ লাখ টাকা।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই:

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৩ পয়েন্ট। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক ১ পয়েন্ট বাড়ে।

এরপর সূচক একটানা কমতে থাকে। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ৩ পয়েন্ট কমে। সকাল ১০টা ৫০ মিনিটে সূচক ৪ পয়েন্ট কমে। সকাল ১০টা ৫৫ মিনিটে সূচক ১২ পয়েন্ট কমে। সকাল ১১টায় সূচক ৯ পয়েন্ট কমে। সকাল সাড়ে ১১টায় সূচক ২২ পয়েন্ট কমে এবং দুপুর ১২টায় সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৭৭২ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৫৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৫ পয়েন্টে।

এদিন দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৬১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তীত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- সোনারবাংলা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, ওয়াটা কেমিক্যাল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, কেপিসিএল, রেনেটা, এইএমএলএফ বিএসএলজিএফ, প্রভাতী ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ সাবমেরিন কেবল।

সিএসই:

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসসিএক্স) ২৫ পয়েন্ট কমে ৮ হাজার ৮০৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১২ হাজার ৭৯৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪১ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৯০ পয়েন্টে অবস্থান করে।

এদিন দুপুর ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- শাহজিবাজার পাওয়ার কোম্পানি, এসইএমএল আইবিবিএল এসএফ, এসইএমএল এফবিএসএল জিএফ, এসইএমএল এলইসিএমএফ, প্রিমিয়ার সিমেন্ট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা, ইস্টার্ন কেবল এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স।

এ সম্পর্কিত আরও খবর