'জিপি এইচ ইস্পাতের নতুন প্রযুক্তি অর্থনীতিতে অবদান রাখবে'

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 12:11:11

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ আল-আমীন বলেছেন, ‘জিপি এইচ ইস্পাত কোয়ান্টাম আর্ক ফার্নেসের প্রযুক্তি ব্যবহার করে নতুন প্ল্যান্টে উৎপাদনে গেলে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে তারা। এ ধরনের প্রযুক্তি নির্ভর কারখানা আমাদের দেশের জন্য সম্মানজনক ও গর্বের।’

মঙ্গলবার (২২ অক্টোবর) চট্টগ্রামের কুমিরাস্থ প্ল্যান্ট পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এখানে বিপুলভাবে দক্ষ জন সম্পদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এই প্ল্যান্টে কর্মরত শ্রমিক কর্মচারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত প্রশংসনীয়। এখানে দেশের অন্যান্য শিল্প-কারখানার চাইতে অধিকতর শ্রম বান্ধব পরিবেশ বিদ্যমান।’

এ সময় জিপি এইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, 'আমরা কমপ্লাইন্স অনুসরণ করা ছাড়াও অধিকতর সুযোগ ও সুরক্ষা দিতে বদ্ধ পরিকর। বিশ্বসেরা নতুন প্রযুক্তি সংযোজনের সঙ্গে পরিবেশবান্ধব, পণ্যের গুণ ও মান নিশ্চিত করছি। এই নতুন প্ল্যান্টে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দশ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।’

অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, কর্মকর্তা কর্মচারীদের ওয়ার্কার্স পার্টিসিপেশন প্রফিটফান্ড, বিভিন্ন আইটেম ভিত্তিক উৎপাদন বোনাস প্রদানসহ বহুমুখী প্রণোদনা দেওয়া হচ্ছে। তাছাড়া আবাসন, চিকিৎসা, এবং কর্মকর্তাদের সন্তানদের জন্যও শিক্ষার ব্যবস্থা করছি।”

এ সময় নির্বাহী পরিচালক (প্ল্যান্ট) ইঞ্জিনিয়ার মাদানি ইমতিয়াজ হোসেন, হেড অব প্রজেক্ট ইঞ্জিনিয়ার ড. সাঈদ সুমন, হেড অব এইচ আর এ্যান্ড এডমিন মোস্তফা কামাল ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর