পোশাক শ্রমিকদের জন্য চারটি লঞ্চ

পোশাক শিল্প, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 03:34:57

ঈদে নিরাপদে বাড়ি ফিরতে বাসের পাশাপাশি পোশাক শ্রমিকদের জন্য এবার চারটি লঞ্চ দিয়েছে তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক ব্যবসায়ীদের এই সংগঠন বিজিএমইএ। সোমবার (৩ জুন) ৫টার পর একটি লঞ্চ রাজধানীর বাদামতলী থেকে রবিশালের উদ্দেশে ছেড়ে যায়।

এ বিষয়ে বিজিএমইএ -এর সভাপতি ড. রুবানা হক বলেন, ঈদের কোনো রকম ভোগান্তি ও হয়রানি ছাড়াই যাত্রীরা যেন ঢাকা থেকে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যে বাসের পাশাপাশি নৌ-মন্ত্রণালয়ের কাছে লঞ্চের জন্য আবেদন করেছিলাম। তারই প্রেক্ষিতে বিজিএমইএকে লঞ্চ রিজার্ভ দেওয়া হয়েছে।

তিনি জানান, চারটির মধ্যে একটি সদরঘাট থেকে সন্ধ্যা ৬টার দিকে ছেড়েছে। একটি মঙ্গলবার (৪ জুন) বিকেল ৪টায় বাদামতলী এবং বাকি লঞ্চটি সন্ধ্যা ৬টায় সরদঘাট থেকে বরিশালের উদ্দেশে ছাড়বে।

রুবানা হক বলেন, 'গার্মেন্টস শ্রমিকদের বেশিরভাগই নারী, তারা আমাদের সম্পদ। এই সেক্টরে কাজ করা শ্রমিকরা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ। তারা যাতে সুন্দরভাবে বাড়িতে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে কাজ করছি। কোনো শ্রমিককেই যাতে বেতন-বোনাস ছাড়া ঈদ করতে না হয়, সেই চেষ্টা করছি।’

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের জন্য বিআরটিসি’র ১০৬ বাস

এ সম্পর্কিত আরও খবর