‘চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক যুদ্ধের সুবিধা পাচ্ছে বাংলাদেশ’

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-15 19:39:01

ট্যারিফ বৃদ্ধিসহ নানা কারণে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক যুদ্ধে বাংলাদেশ সুবিধা পেতে শুরু করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। তিনি বলেছেন, গামেন্টসহ বেশ কিছু খাতে এখন নতুন করে বিনিয়োগের অর্ডার আসছে।

সোমবার (৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে ‘উদীয়মান আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক এবং বাংলাদেশে এর প্রভাব' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারও ব্যবসাবান্ধব। বিনিয়োগ বৃদ্ধির জন্য সব ধরনের পলিসি গ্রহণ করছে সরকার। পাশাপাশি দীর্ঘ মেয়াদী বিনিয়োগ পলিসি কী হবে, তা নিয়েও কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং এডিবির এডিশনাল সেক্রেটারি ফরিদা নাসরীন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্টি ডিরেক্টর মনমোহন প্রকাশ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডিবির প্রধান ইকোনোমিস্ট ইয়সুয়োকি সাওয়াদা।

এ সম্পর্কিত আরও খবর