শেয়ারের দাম বাড়ার কারণ জানে না মুন্নু সিরামিকস

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 16:33:38

কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিকস কোম্পানির শেয়ারের দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের জানা নেই।

সোমবার (৪ মার্চ) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোনো প্রকার ঘোষণা ছাড়াই সম্প্রতি মুন্নু সিরামিকস কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। বিষয়টি নজরে এলে কারণ জানতে চেয়ে রোববার (৩ মার্চ) কোম্পানি কর্তৃপক্ষকে চিঠি ইস্যু করে ডিএসই কর্তৃপক্ষ। চিঠির জবাবে তারা শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই বলে জানায়।

উল্লেখ্য, গত একমাসে এ কোম্পানির শেয়ারদর বেড়েছে ১৩০ টাকার বেশি। গত ৩ ফেব্রুয়ারি এ কোম্পানির প্রতিটি শেয়ার বিক্রি হয় ৩১০ টাকায়। এরপর শেয়ার দর ওঠানামা করতে থাকে। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারির পর থেকে এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। সর্বশেষ চলতি বছরের ৩ মার্চ এ কোম্পানির প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ৪৪০ টাকায়। ফলে এক মাসের ব্যবধানে এ কোম্পানির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১৩০ টাকার বেশি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটির বর্তমান অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ ৩২ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকা। জ্বালানি খাতের এ কোম্পানিটির বর্তমানে বাজারে ৩ কোটি ২৬ লাখ ৬১ হাজার ৭৪৭টি শেয়ার আছে।

এ সম্পর্কিত আরও খবর