বৃহস্পতিবার পুঁজিবাজার বন্ধ

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 08:34:33

দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ডের উপ-নির্বাচন উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই স্টক এক্সচেঞ্জের পরিচালনা পরিষদ।

বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন এবং সিএসইর ঢাকা অফিসের প্রধান মো. গোলাম ফারুক।

ডিএসইর পরিচালক ইমন বলেন, উত্তর সিটি করপোরেশন নির্বাচনের কারণে ব্যাংকেরও লেনদেন বন্ধ থাকবে। ফলে মেয়র ও ওয়ার্ড কমিশানার পদে নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। তবে রোববার থেকে যথারীতি লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে।

গোলাম ফারুক বলেন, ডিএসইর মতই আমরাও বৃহস্পতিবার লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তারপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি ফলে এক টানা তিনদিন বন্ধ থাকবে পুঁজিবাজার বলে যোগ করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর